জাতীয়

সারাদেশে বৃহস্পতিবার শ্রমিক ধর্মঘট

বেতন-বোনাসসহ সকল পাওনা পরিশোধ না করায় ও শ্রমিক নেতাদের আটক করায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সকল শিল্প-কারখানায় ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তোবা গার্মেন্টেসের অনশনরত শ্রমিকরা। বুধবার দুপুর সোয়া ৩টায় বাড্ডার হোসেন মার্কেটের সপ্তম তলায় অনশনরত শ্রমিকরা মাইকে এ ধর্মঘটের ঘোষণা দেন।শ্রমিকরা মাইকে বলেন, পুলিশ, ছাত্রলীগ, বিজিএমইএ এবং সরকারের দালালরা শ্রমিকদের ওপর নির্যাতন করায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করা হবে।এদিকে দুপুর পৌনে তিনটার দিকে মার্কেটের সামনে থেকে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজসহ ৩ জনকে আটক করে পুলিশ। এ ছাড়া অনশনরত শ্রমিকদের ওপর পুলিশি নির্যাতন ও বুধবারের মধ্যে বেতন-বোনাসসহ সকল পাওনা পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ না করায় শ্রমিকরা এই ধর্মঘটের ঘোষণা দেন।প্রসঙ্গত, বেতন-বোনাসের দাবিতে ২৮ জুলাই থেকে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটের সপ্তম তলায় তোবা গ্রুপের ভেতরে শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করে আসছেন। তোবা গ্রুপের ৫টি কারখানার ১৬শ’ শ্রমিক এই অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

Advertisement