মাসখানেক আগে হাতে অ্যালার্জির সংক্রমণ দেখা দেয় চিত্রনায়িকা নিপুণের। ঢাকায় ডাক্তারও দেখিয়েছিলেন। ভেবেছিলেন অল্পতেই সেরে যাবে। কিন্তু দিনে দিনে হাতের চামড়া কালো হয়ে ক্ষত দেখা দেয়। শেষ পর্যন্ত গত ২৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান নিপুণ। সেখানকার মেরিন বে হাসপাতালে হাতের সার্জারি করাতে হয়েছে তাঁকে। এক সপ্তাহ চিকিৎসা শেষে ৩ ফেব্রুয়ারি দেশে ফেরেন নিপুণ। এখন ঢাকায়ই ক্ষত অংশের প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।নিপুণ বলেন, `হঠাৎ করে অ্যালার্জির সংক্রমণ হবে বুঝতে পারিনি। শুরুতে পাত্তা না দেওয়ায় এটা সিরিয়াস আকার ধারণ করে। ফলে সার্জারি করতে হলো। সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন, একটু সময় লাগলেও ক্ষত সারলে আর কোনো সমস্যা থাকবে না। এখন বিশ্রামে আছি। যত দ্রুত ক্ষত শুকাবে তত দ্রুতই কাজে ফিরতে পারব।`সম্প্রতি নিপুণ অভিনীত `৭১-এর মা জননী` ছবিটি মুক্তি পেয়েছে। অনুদানের এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যেই ছবিটি দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে।এইচএন/এমএস
Advertisement