আন্তর্জাতিক

কাশ্মিরে পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের আরএস পুরা ও আরনিয়া সেক্টরে পাক সেনাবাহিনীর টানা গুলিবর্ষণে বিএসএফের এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে আবদুলিয়ান এলাকায় পাক মর্টারে অাহত হয়েছিলেন তিনি। এছাড়াও পাক সেনাবাহিনীর গুলিতে আহত হয়েছে আরো ৬ ভারতীয় বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক সীমান্ত বরাবর ওই এলাকায় সারা রাত গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণ এখনো চলছে। আরএস পুরা ও আরনিয়া সেক্টরে বিএসএফ ছাউনিকে টার্গেট করে গুলি চালাচ্ছে পাকিস্তান। বুধবার রাত ৮টার দিকে আরনিয়া সেক্টরে গোলাগুলি শুরু হয়েছে। বেশ কয়েকটি ভারতীয় ছাউনি ও সীমান্ত এলাকার গ্রামে ছোঁড়া হচ্ছে মর্টার শেল।এদিকে, আরএস পুরায় পাকিস্তান সেনাবাহিনী সোমবার রাত থেকে গুলিবর্ষণ শুরু করেছে। পাক পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানের ওপর হামলা চালাচ্ছে ভারত।এসঅাইএস/আরআইপি

Advertisement