শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে উচ্চ পর্যায়ের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে নালিতাবাড়ী মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বিএসএফ-বিজিবির মধ্যে মাদক পাচার ও চোরাচারান বন্ধ, নারী ও শিশু পাচার রোধ, অবৈধ প্রবেশ এবং সীমান্তে হত্যা বন্ধ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ময়মনসিংহ অঞ্চলের বিজিবি পরিচালক লে. কর্নেল মো. নজরুল ইসলাম।বৈঠকে ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল শেখ মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম ইমাম আহসান, ৩৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আহাম্মদ তারিক কবীর, নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন ও বিজিবির স্টাফ অফিসার ও কোম্পানি কমান্ডাররা উপন্থিত ছিলেন।অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের ১১ তুরাচর ডিআইজি শ্রী মদন সিং রাথুর।
Advertisement