খেলাধুলা

চট্টগ্রাম নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না তামিম

দীর্ঘ ১৪ মাস পর টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। সবারই ভাবনা ছিল, এত লম্বা সময় বিরতি দেয়ার পর কেমন খেলে বাংলাদেশ! তার ওপর ইংল্যান্ড খুবই শক্তিশালি একটি দল।কিন্তু সবার ভাবনাকে ভুল প্রমাণ করে বাংলাদেশ ঠিকই প্রমাণ করে দিলো, তারা সঠিক লাইনেই রয়েছে। চট্টগ্রাম টেস্টে একেবারে জয়ের দ্বারপ্রান্ত থেকে হেরে গেছে। ইংল্যান্ডের সঙ্গে লড়াই করেছে সমান তালে। ২২ রানে শেষ মুহূর্তে এসে হেরে গেলেও সবাই বাংলাদেশ দলের প্রশংসায় পঞ্চমুখ। সবাই বলছে, বাংলাদেশ ভালো খেলেছে; কিন্তু এই ভালো খেলা নিয়ে মোটেও আত্মতুষ্টিতে ভুগতে চান না বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।মিরপুরে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন তামিম। সেখানে তার কণ্ঠে শোনা গেলো তেমনই সুর, ‘গণমাধ্যমে বা সাধারণ মানুষ বলছে- আমরা খুব ভালো খেলেছি। আজকে আমরা দলে আছি তারা সবাই মিলে আলোচনা করলাম, এতটুকুতে যদি খুশি হয়ে যাই, তাহলে আমরা কোনো সময় উন্নতি করতে পারবো না।’ বাইরে সবাই প্রশংসা করলেও হারের কারণে বেশ কষ্ট পেয়েছেন বলে জানান তামিম। তিনি বলেন, ‘হারায় আমরা সবাই কষ্ট পেয়েছি। যদি জিততাম তাহলে অন্যরকম কথা ছিল। আমরা হেরে গেছি, এখন সবাই বলছে, আমরা ভালো খেলেছি, এটা চিন্তা করে যদি আমরা আগাই আমার মনে হয় না, এটা ভালো লক্ষণ হবে। আমরা একটা ম্যাচ হেরেছি, ওই হারের কারণে খারাপ লাগার অনুভূতিটা আমাদের মধ্যে রয়েছে।’তবে ইতিবাচক কিছু দিক যে ছিল না তা নয়। তামিম নিজেও স্বীকার করলেন সেটা। তিনি বলেন, ‘কিছু ইতিবাচক জিনিস তো অবশ্যই ছিল যে, আমরা পাঁচ দিনই প্রতিদ্বন্দ্বীতা করেছি। যদি আমরা জিততে পারতাম অন্যরকম অনুভূতি থাকত। আমরা যখনই খেলব, চেষ্টা থাকবে ম্যাচটা জেতার।’ এবার আর প্রতিদ্বন্দ্বীতা নয়, জিততে চান তামিম। তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বীতা করা- কথাটা অনেক দিন ধরে সবাই বলে, আমিও বলছি। আমাদের টেস্ট রেকর্ডও এমন না যে, বলব জিতব বা এমন কিছু। একটা জিনিস আমি আপনাকে নিশ্চিত করতে পারি, আমরা যে ১১জন মাঠে নামি, তারা সবাই কিন্তু নামে জেতার জন্য। পারি না পারি এটা অন্য বিষয়। পরের টেস্টেও আমাদের এই একই পরিকল্পনা থাকবে, আমাদের প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত নিজেদের কাজটুকু আমরা ভালোভাবে করি। যদি জিততে না পারি, তখন অন্য স্টেপ বা ড্রয়ের চিন্তা।’আইএইচএস/এবিএস

Advertisement