দেশজুড়ে

মাগুরায় কোটি টাকার ভারতীয় ওষুধ আটক

মাগুরা জেলার কাটাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন ওষুধ আটক করেছে চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ওষুধের মধ্যে রয়েছে ক্যানসার, হার্ট, কিডনিসহ বিভিন্ন রোগের উন্নতমানের বিপুল ওষুধ।এ দিকে বিজিবির অপর একটি দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাংগেরপোতা নামক স্থান হতে ৮৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫৮ হাজার টাকা।চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান (বিজিবিএম) জানান, বিজিবির একটি বিশেষ টহল দল মাগুরা জেলার কাটাখালী বাজার নামক স্থানে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান আটক করে।পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে বিজিবি সদস্যরা অবৈধ পথে ভারত থেকে আসা ক্যানসার, হার্ট, কিডনিসহ বিভিন্ন রোগের উন্নতমানের বিপুল ওষুধ উদ্ধার করতে সক্ষম হয়।এসএম মনিরুজ্জামান আরও জানান, আটককৃত ওষুধের বাজার মূল্য ৯৮ লাখ ৮২ হাজার ৬`শ ৬৭ টাকা। তবে এসব ওষুধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হলেও তাতে কোনো প্রেরক বা প্রাপকের নাম ঠিকানা ছিল না।বিএ/আরআই

Advertisement