দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দুপুরে রামলীলা ময়দানে তার সঙ্গে শপথ নিয়েছেন আরও ছয়জন মন্ত্রী। টাইমস অব ইন্ডিয়া`র অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে আরো জানানো হয়, পদত্যাগের ঠিক এক বছরের মাথায় আবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়াল। দিল্লির সপ্তম এবং নিজে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে রামলীলার খোলা ময়দানে শপথ নেন এএপিপ্রধান।২০১৩ সালে প্রথমবার একই স্থানে শপথ নিয়েছিলেন তিনি। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় এক লাখ দর্শক উপস্থিত ছিলেন।এছাড়া এএপির জ্যেষ্ঠ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেজরিওয়ালের স্ত্রী, বাবা-মা, দুই সন্তানসহ পরিবারের সদস্যরা।তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুকে আমন্ত্রণ জানানো হলেও তারা কেউই হাজির হননি।আরএস/আরআই
Advertisement