৩৪৩ রানের টার্গেটে এখন জয়ের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ ৪ উইকেটে ৬৬ রান। ইয়ান বেল করেন ৩৬ রান। অস্ট্রেলিয়ার পক্ষে মিশেল মার্শ নিয়েছেন ৩ টি উইকেট।এর আগে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৭০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ওয়ার্নার, ওয়াটসন এবং স্মিথ বিদায় নিলেও একপাশে একাই লড়তে থাকেন মারকুটে ব্যাটসম্যান ফিঞ্চ। তিনি ১২ টি চার এবং ৩ টি ছয়ের মাধ্যমে ১২৮ বলে ১৩৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন।দুর্ভাগ্যজনকভাবে অস্ট্রেলিয়ার ওপেনার মরগানের ডিরেক্ট থ্রো তে রান আউট হন। শেষ দিকে বেইলির ৫৫ আর গ্লেন ম্যাক্সওয়েলের ৬৬ রানের উপর ভর করে বড় সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পক্ষে বিশ্বকাপের প্রথম হ্যাট্রিকসহ ৫ উইকেট নেন ফিন। ব্রড নেন ২ টি উইকেট।এমআর/আরআই
Advertisement