সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৭ দশমিক ৫৪ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে অবস্থান ছিল ১৭ দশমিক শূন্য ৯ পয়েন্ট। অার্থাৎ এক সপ্তাহে পিই রেশিও বেড়েছে ৪৫ পয়েন্ট।ডিএসইতে সপ্তাহ শেষে খাতভিত্তিক পিই রেশিও ব্যাংকিং খাত ৮ দশমিক ৭০ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৫ দশমিক ৩ পয়েন্ট, সিরামিক খাতের ৩৩ পয়েন্টে, প্রকৌশল খাতে ২০ দশমিক ৭ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩৫ দশমিক ৯ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ২ পয়েন্ট, তথ্য ও প্রযুক্তি খাতের ২৬ দশমিক ১ পয়েন্টে, পাট খাতের ১৬২ দশমিক ৯ পয়েন্ট, বিবিধ খাতের ৩৮ দশমিক ১ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮ পয়ন্টে, এনবিএফআই খাতের ১৯ দশমিক ৬ পয়েন্টে, কাগজ খাতের ৮ দশমিক ১ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৭ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৩৪ দশমিক ৯ পয়েন্ট, চামড়া খাতের ২২ দশমিক ৩ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ৩২ দশমিক ৫ পয়েন্ট, বস্ত্র খাতের ১১ দশমিক ৮ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১৪ দশমিক ৪ পয়েন্টে অবস্থান করছে।বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে টানা দরপতনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। এতে পিই রেশিও কমে গেছে। তবে পিই রেশিও ১৫ ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন তারা।এসআই/এএইচ/এমএস
Advertisement