অর্থনীতি

২০১৬ সাল থেকে ৫ শতাংশ সবুজ অর্থায়ন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, আগামী ২০১৬ সাল থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তার বিনিয়োগের ৫ শতাংশ সবুজ অর্থায়নে যেতে হবে। পরিবেশ বান্ধব অর্থায়ন ও সবুজ ব্যাংকিং নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এটি নিশ্চিত করবে।শনিবার রাজধানীর বনানীতে পলিসি রিচার্স ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান ব্যবস্থাপক ড. আহসান এইচ মনসুর এতে সভাপতি ছিলেন। অর্থায়ন ও বস্ত্রখাতে টেকসই ও পরিবেশ বান্ধব বিনিয়োগ বিষয়ে এর আয়োজন করা হয়। আতিউর রহমান বলেন, ব্যাংকগুলোকে সবুজ ব্যাংকিং এ উৎসাহিত করা হচ্ছে। আমরা অনেক দূর এগিয়েও এসেছি।তিনি আরো বলেন,  সবুজ অর্থায়নে ৪৭টি পণ্য ও সেবা ব্যাংকগুলোর জন্য নির্ধারণ করা হয়েছে। পূন অর্থায়ন কর্মসূচির আওতায় এসব সেবায় ব্যাংকগুলোকে বিনিয়োগ করতে হবে।আতিউর বলেন, আমাদের বস্ত্র খাত অনেক দূর এগিয়ে গেছে। তবে এর পরিবেশগত ও স্বাস্থ্যগত দিক নিশ্চিত করার সময় এসেছে। এখন আমাদের এদিকে নজর দিতে হবে।এসএ/এআরএস/এমএস

Advertisement