খেলাধুলা

বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ স্কটল্যান্ড-আফগানিস্তান!

নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর মনোবল ভেঙে গেছে বাংলাদেশ দলের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগেই দলকে উজ্জীবত করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।  শুক্রবার একটি অনলাইন পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে নাজমুল হাসান বলেন, মাশরাফির কথা শুনে মনে হচ্ছে ওরা মানসিকভাবে ভেঙে পড়েছে। তাদের এখন উজ্জীবিত করা দরকার। আমরা অস্ট্রেলিয়ায় যাচ্ছি। খেলার আগেই আশা করি পৌঁছে যাব। ওদের সঙ্গে কথাবার্তা হবে। হার-জিত থাকবে;কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে হারাটা দুঃখজনক।তিনি আরও বলেন,স্কটলান্ড-আফগানিস্তান ওই কন্ডিশনে আমাদেরে চেয়ে অনেক ভালো দল। এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্কটল্যান্ড প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডেকে বিশাল ব্যবধানে হারিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে মাত্র তিন রানে। তিনি বলেন,বিশ্বকাপে কাউকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। কন্ডিশনের পার্থক্যটা অনেক বড়। টিম ম্যানেজমেন্ট বলেছে অনুশীলনে কোনো ঘাটতি নেই। এখন একটু মনোবল দরকার। আমরা ওখানে গিয়ে সেই মনোবল ফেরানোরই চেষ্টা করব।অধিনায়ক মাশরাফির মতো বিসিবি সভাপতিও জানালেন,কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং ফর্মে থাকা মাহমুদউল্লাহর মতো ব্যাটসম্যানকে না খেলানোর জন্য ফল নেতিবাচক হয়েছে। নাজমুল হাসান বলেন,জয় পরাজয় নিয়ে ভাবছি না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা চাই বাংলাদেশ ভালো খেলুক। এমআর/এমএস

Advertisement