বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সম্মান) ২০১৫ শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকাল ৯টায় বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ফ্যাকাল্টি অব সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর ডিন কমডোর জোবায়ের আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশাল সাইন্স এর ডিন ড. এস এম জি ইয়াজদানী স্বাগত বক্তব্য দেন। আরো বক্তব্য দেন বিইউপি`র রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সারোয়ার আহমদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা একটা জাতির আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। শিক্ষা আমাদের চিন্তা ও উপলব্ধির বিস্তার ঘটায়, আমাদের দৃষ্টিভঙ্গিকে করে উদার ও গণতান্ত্রিক। জাতির দক্ষতা, প্রবৃদ্ধি, সমৃদ্ধি, গণতন্ত্রায়ন, দারিদ্র্য বিমোচন সবকিছুই শিক্ষার উপর নির্ভর করে। এই জন্যেই বাংলাদেশের ব্যাপক জনগোষ্ঠীকে শিক্ষিত করে মানব সম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে তথ্য প্রযুক্তিমনস্ক ও দক্ষ জনবল গড়ে তোলার প্রয়াসে বিইউপি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে।এছাড়া অনুষ্ঠানে বিইউপি’র বিভাগীয় প্রধানরা, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।এআরএস/আরআইপি
Advertisement