অর্থনীতি

রাজধানীতে ব্যবসায়ীদের অনশনস্থলে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে ব্যবসায়ীদের প্রতিকী অনশনস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দুপর সোয়া ১২টায় এ ঘটনা ঘটে। তবে তেজগাঁও থানা পুলিশের দাবি, ব্যবসায়ীদের কর্মসূচিস্থলে নয়, কারওয়ান বাজার আন্ডারপাস সংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।ঘটনাস্থল থেকে একটি দৈনিক জাতীয় পত্রিকার এক জৈষ্ঠ প্রতিবেদক জাগোনিউজকে জানান, সকাল ১১টা থেকে বিজিএমইএ ভবনের সামনে চলমান রাজনৈতিক অস্থিরতার নিরসনে প্রতিকী অবস্থান কর্মসূচি পালন করছে ব্যবসায়ীরা। দুপুর সোয়া ১২টায় কর্মসূচিস্থলে হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কিছু সময়ের জন্য কর্মসূচিস্থলে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানাতে পারেন নি তিনি।এ ব্যাপারে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জাগোনিউজকে বলেন, ব্যবসায়ীদের কর্মসূচিস্থলে ককটেল বিস্ফোরণের খবরটি মিথ্যে। কারওয়ান বাজারের আন্ডারপাস সংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।ককটেল বিস্ফোরণের ঘটনায় ওই স্থান ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।জেইউ/ এএইচ/এমএস

Advertisement