একদিনের ক্রিকেটে শচীন টেন্ডুলকারের পরে এখন সবচেয়ে বেশি রান শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ রান করতেই টপকে গেছেন দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংকে। শনিবার ৩৯ রানের ইনিংস খেলে সাঙ্গাকারা পৌঁছে গেছেন ১৩ হাজার ৭৩২ রানে।৩৬৫ ইনিংস ব্যাটিং করা সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের রান ১৩ হাজার ৭০৪। ৪৫২ ইনিংসে ১৮ হাজার ৪২৬ রান নিয়ে সবার উপরে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন অন্য দুই লংকান সনাৎ জয়সুরিয়া এবং মাহেলা জয়াবর্ধনে।এদিকে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় হওয়া ছাড়াও আরো একটি মাইলফলক ছুঁয়েছেন সাঙ্গাকারা। বিশ্বকাপে ৩১তম ম্যাচে পূর্ণ করেছেন হাজার রান। ২০০৩ থেকে চলতি বিশ্বকাপ পর্যন্ত সাঙ্গাকারার রান এখন ১০৩০। এআরএস/এমএস
Advertisement