আন্তর্জাতিক

মালয়েশিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৬

মালয়েশিয়ার জহুর বারু সুলতানাহ আমিনাহ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালটির আইসিইউতে থাকা অন্তত ছয় রোগী দগ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।দেশটির জাতীয় দৈনিক স্টার অনলাইন ও সরকারি সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সুলতানাহ আমিনাহ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডে ছয়জনের প্রাণহানি ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতাল থেকে শতাধিক রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অকগ্নিকাণ্ডের সময় আইসিইউতে ১৩ জন রোগী ছিলেন। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগের এক টুইট বার্তায় বলা হয়েছে, হাসপাতাল ভবনে অন্তত সাতজন আটকা পড়েছিলেন এবং এদের মধ্যে ছয়জনের প্রাণহানি ঘটেছে আগুনে। এ ছাড়া একজনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে চার নারী ও দুই পুরুষ রয়েছেন। জহুর বারু (দক্ষিণ) পুলিশের সহকারী কমিশনার সুলেইমান সালেহ বলেছেন, নিহতদের প্রত্যেকের বয়স ৫০ বছরের মধ্যে। এসআইএস/আরআইপি

Advertisement