বিশ্বকাপের ১১তম আসরে শুভ সূচনা করলো স্বাগতিক নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৮ রানের বড় জয় পেয়েছে তারা।এর আগে টসে হেরে ব্যাটিং এ নামে ৩৩১ রান করে নিউজিল্যান্ড। দুই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম এবং মার্টিন গাপটিল উড়ন্ত সূচনা করেন। ৩৫ বলে ৬৫ রান করে আউট হন অধিনায়ক ম্যাককালাম। ম্যাককালামের বিদায়ের পর ৪৯ রান করে শততম ম্যাচ খেলতে নামা গাপটিল সুরাঙ্গা লাকমলের বলে উইকেটের পিছনে সাঙ্গাকারার হাতে ধরা পড়েন।ম্যাককালাম এবং গাপটিলের বিদায়ের পর ব্যাটিংয়ের দায়িত্ব নেন কেন উইলিয়ামসন ও রস টেইলর। আউট হওয়ার আগে উইলিয়ামসন খেলেন ৫৭ রানের একটি ইনিংস।এরপর শুরু হয় অ্যান্ডারসন ঝড়। ২৪ বছর বয়সী এ বাঁহাতি মারকুটে ব্যাটসম্যান ঘরের মাঠে ৪৬ বলে ৮টি চার আর ২টি ছয়ে করেন ৭৫ রান। লংকানদের পক্ষে লাকমল ও মেন্ডিস নেন দুটি করে উইকেট।৩৩২ রানের টার্গেতে ব্যাটিং করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৩৩ রানে অল আউট হয় লংকানরা। লাহিরু থিরিমান্ন কিছুটা প্রতিরোধ করলেও আর কোন ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ডের বোলারদের সামনে। সর্বোচ্চ ৬৫ রান আসে লাহিরু থিরিমান্নের ব্যাট থেকে। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস করেন ৪৬ রান। নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট, সাউদি, ভেট্টোরি, অ্যান্ডারসন নেন ২ টি করে উইকেট।ম্যাচ সেরা হয়েছেন কোরি অ্যান্ডারসন।এমআর/আরআইপি
Advertisement