আন্তর্জাতিক

জঙ্গল ক্যাম্প থেকে সরিয়ে নেয়া হচ্ছে শরণার্থীদের

ফ্রান্সের ক্যালে শহরের জঙ্গল ক্যাম্প নামে পরিচিত শরণার্থী শিবির থেকে শরণার্থীদের সরিয়ে নেয়া হচ্ছে। এই লক্ষ্যে ১২শয়ের বেশি পুলিশ সদস্যকে সেখানে মোতায়েন করা হয়েছে। ওই শিবিরে থাকা লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হবে। খবর বিবিসির।সোমবার ২ হাজারের বেশি শরণার্থীকে বাসে করে ফ্রান্সের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। আজও অনেক শরণার্থীকে ওই ক্যাম্প থেকে সরিয়ে নেয়া হচ্ছে।এই ক্যাম্পের বেশিরভাগই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিল। ক্যালেতে এর আগেও শরণার্থীরা এ ধরনের ক্যাম্প গড়ে তুলেছিলেন, কিন্তু পুলিশ সেগুলো ভেঙে দেয়।ইউরোপের শরণার্থী সংকটের একটি বড় প্রমাণ বলা হয় এই জঙ্গল ক্যাম্প। শরণার্থীদের উচ্ছেদ কাজে ১২শয়ের বেশি পুলিশ সদস্যকে মোতায়েন করেছে কর্তৃপক্ষ। ওই শিবিরে সাত থেকে আট হাজারের বেশি শরণার্থী মানবেতর জীবন-যাপন করছিল এবং তাদের ফ্রান্সের অন্যান্য শরণার্থী শিবিরে পুনর্বাসিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীরা এই ক্যাম্পে বাস করছিল। শিবিরের বেশ কিছু শিশু শরণার্থীকে আশ্রয় দেবে ব্রিটেন। উচ্ছেদ কার্যক্রমে ঝামেলা এড়াতেই সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে এই শিবিরের আরো একটি অংশ উচ্ছেদ করা হয়েছিল। ইতোমধ্যেই অভিভাবকহীন ১৩শ’ শিশুকে আশ্রয় দেয়ার জন্য সম্মত হয়েছে ব্রিটেন।টিটিএন/পিআর

Advertisement