চীনের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে ১৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বাড়িতে সোমবার ওই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় আরো ১৪৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় শিনহুয়া নিউজ এজেন্সি।শানঝি প্রদেশের শিনমিন শহরে সোমবার বিকেলে ওই বিস্ফোরণের ঘটনায় আশে-পাশের বেশ কিছু বাড়ি-ঘর এবং একটি স্থানীয় হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ করা হয়েছিল। সেগুলো বিস্ফোরণের পরেই ওই হতাহতের ঘটনা ঘটেছে। ওই বাড়ির মালিককে আটক করা হয়েছে। বাড়ির অন্যান্য বাসিন্দাদের খুঁজছে পুলিশ। আহতদের মধ্যে ১১ জনকে ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। টিটিএন/এমএস
Advertisement