আন্তর্জাতিক

রাখাইন রাজ্যের পরিস্থিতি তদন্তের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশের সীমান্তবর্তী বার্মার রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে গ্রেফতার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তের জন্য সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষজ্ঞরা। খবর বিবিসির। কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের সীমান্তের কাছে বার্মার সীমান্তরক্ষী বাহিনীর কয়েকটি চৌকিতে হামলায় ন পুলিশ নিহত হবার পর বার্মার নিরাপত্তা বাহিনী সে অঞ্চলে ত্রানকর্মী এবং সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে দেয়। সে হামলার জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করছে নিরাপত্তা বাহিনী।ওই এলাকায় বার্মার নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা মুসলমানদের উপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা রোহিঙ্গা মুসলমানদের বাড়ি-ঘরে আগুন দিয়েছে এবং অনেক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে।বার্মার রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরেই বৌদ্ধ এবং সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। সরকার রোহিঙ্গা মুসলমানদের সে দেশের নাগরিক হিসেবে স্বীকার করে না।সম্প্রতি রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সাথে রোহিঙ্গা মুসলমানদের সংঘাত শুরুর পর থেকে স্পর্শকাতর এলাকাগুলোতে যাতায়াত সীমিত করে দিয়েছে সেনাবাহিনী। কিন্তু রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের বিভিন্ন ছবি এবং ভিডিও নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হচ্ছে। তবে সেসব ভিডিও কিংবা ছবি নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হচ্ছে না।গত দু`সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতের বিষয় তদন্তের জন্য প্রথমবারের মতো জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের তরফ থেকে জোরালো আহ্বান জানানো হয়েছে।টিটিএন/এমএস

Advertisement