বিরাট কোহলির সঙ্গে প্রেম নিয়ে এমনিতেই কম আলোচনার জন্ম দেননি আনুষ্কা শর্মা। এর মধ্যে নতুন আরেক কান্ড ঘটালেন তিনি। চুপিসারে হাসপাতালে ভর্তি হলেন। আনুষ্কা প্রযোজিত নতুন ছবি ‘এনএইচ১০’-এর প্রচারণা চলছে। এ কাজটি করতে গিয়েই নাকি ক্লান্ত হয়ে পড়েছিলেন বলিউডের এ অভিনেত্রী। শুধু তাই নয়, এ কারণে নাকি তিনি ব্যথাও অনুভব করছিলেন। এজন্য হাসপাতালের শরণাপন্ন হন আনুষ্কা। বিষয়টি প্রথমে গোপন রাখলেও পরে বেরিয়ে আসে আসল রহস্য- হাসপাতালে ভর্তির বিষয়টি ছিলো তার শুধুই স্ট্যান্টবাজি! বলিউড মুল্লুকে আনুষ্কার এ বিষয়টি নিয়ে চলছে নানা কথা। কারও কারও মতে, নিজের প্রযোজিত ছবিটির প্রচারণার জন্যই স্ট্যান্টবাজিকে বেছে নিয়েছেন তিনি। ছবিটিকে আলোচনায় রাখার জন্যই যা খুশি তাই করে বেড়াচ্ছেন। এ বিষয়ে আলোচনা-সমালোচনা-বিতর্ক হলেও বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজী হননি তিনি। আনুষ্কা নিজের প্রযোজিত প্রথম ছবিকে আলোচনায় আনার জন্য যদি এ ধরনের স্ট্যান্টবাজি করে থাকেন সেটা তার জন্য হয়তো খুব বেশি ভাল ফল বয়ে আনবে না বলেই মন্তব্য করেছেন সমালোচকরা।এইচএন/আরআইপি
Advertisement