বিনোদন

টিভিপর্দায় ভালোবাসা দিবসের যত আয়োজন

আজ ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে দেশের অধিকাংশ টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠানের সময়সূচি-চ্যানেল আই : সকাল ৭টা ৩০ মিনিটে ভালোবাসার গানের অনুষ্ঠান গানে গানে সকাল শুরু, ১১টা ৩০ মিনিটে ভ্যালেন্টাইন বিতর্ক, ১টা ৫ মিনিটে চলচ্চিত্র লালটিপ, সন্ধ্যা ৬টায় স্বপ্নলাইন স্বপ্নের ভালোবাসা, ৬টা ২০ মিনিটে কবি ও কবিতায় ভালোবাসা, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ফিরে এসো প্রেম, ৯টা ৫০ মিনিটে শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় হৃদয়ে মাটি ও মানুষ-এর বিশেষ পর্ব এবং ১১টা ৩০ মিনিটে প্রচার হবে সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজদের অংশগ্রহণে অনুষ্ঠান `শুধু ভালোবাসা`।একুশে টিভি : সকাল ৮টা ৩০ মিনিটে একুশের সকাল, ১০টা ৫ মিনিটে বিশেষ টেলিছবি বিষণ্ন গোধূলি (সজল-অপর্ণা), দুপুর ১২টা ৫ মিনিটে দেশে দেশে ভ্যালেন্টাইন, ১টা ৩০ মিনিটে বাংলা চলচ্চিত্র মন ছুঁয়েছে মন, বিকাল ৫টা ৩০ মিনিটে বিশেষ নৃত্যানুষ্ঠান বিহঙ্গ, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিশেষ নাটক কোন কাননের ফুল, ৯টা ৩০ মিনিটে সেলিব্রেটি টকশো `ভালোবাসার রোদবৃষ্টি` এবং রাত ১০টা ১০ মিনিটে প্রচার হবে `গল্প স্বল্প গান`।আরটিভি : দুপুর ১২টা ৩৫ মিনিটে ছায়াছবি প্রেমিক নাম্বার ওয়ান, বিকাল ৫টায় ভ্যালেন্টাইন নাইট, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভালোবাসার গান, ৮টা ২০ মিনিটে বিশেষ নাটক ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম (রিয়াজ ও মম) এবং ১১টা ২০ মিনিটে ভ্যালেন্টাইন নাইট উইথ তাহসান।বাংলাভিশন : সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ভালোবাসার লাল গোলাপ এবং রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিছবি `আমি স্পেশাল মানুষ`।এনটিভি : সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলা ছায়াছবি তারকাঁটা, দুপুর ১২টা ২০ মিনিটে বিশেষ নাটক ইন এ রিলেশনশিপ এবং রাত ৯টায় প্রচার হবে খ- নাটক বৃষ্টিভেজা ভালোবাসা (তিশা ও আফরান নিশো)।জিটিভি : বিকাল ৫টা ৩০ মিনিটে ভালোবাসা দিবস উপলক্ষে এই সন্ধ্যায়-এর বিশেষ পর্ব প্রচার হবে। এতে অতিথি থাকছেন তারকা দম্পতি ইবরার টিপু ও মিথিলা ইবরার।মাছরাঙা : দুপুর ১২টা ১৫ মিনিটে বিশেষ টেলিছবি নিকেষ, ২টা ৩০ মিনিটে ছায়াছবি পৃথিবী তোমার আমার, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে টেলিছবি `নীল চিরকুট এবং তুমি` ও রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান কেমিস্ট্রি।দেশ টিভি : বেলা ১১টায় বিশেষ নাটক সম্পর্কের আড়ালে, ২টা ৩০ মিনিটে ছায়াছবি পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে ভালোবাসার সুরে।চ্যানেল নাইন : সকাল ৯টায় ছায়াছবি হৃদয় শুধু তোমার জন্য এবং রাত ৮টায় প্রচার হবে খন্ড নাটক আনতারা।এইচএন/আরআইপি

Advertisement