রাজনীতি

মতিঝিলে পুলিশের উপর হামলা, আটক ৪

রাজধানীর মতিঝিলে আসামি ধরতে গিয়ে হামলা শিকার হয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মতিঝিলের এজিবি কলোনীতে এ ঘটনা ঘটে।  মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই সালাহ উদ্দিন জানান, প্রতিদিনের মতো বিভিন্ন ঘটনায় অভিযুক্ত ও দায়ের করা মামলার আসামিদের ধরতে বের হয় পুলিশের একটি দল। সন্ধ্যায় মতিঝিল এজিবি কলোনীতে আসামি ধরতে গেলেই স্থানীয়রা পুলিশের কাজে বাধা দেয়। এসময় পুলিশ লাঠিচার্জ করলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়।পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ। তবে গুরুতর আহত হওয়ায় হিরক (২৫) ও শরিফুল ইসলাম (২২) নামে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।জেইউ/এএইচ/পিআর

Advertisement