দেশজুড়ে

শেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু রোববার

তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে সীমান্তবর্তী জেলা শহর শেরপুরে। আগামী ১৫ ফেব্রয়ারি রোববার শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক।ডিজিটাল মেলা উপলক্ষে সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।তিনি আরো জানান, এই মেলায় সরকারি ই-সেবা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওর ২৩টি স্টল অংশ নেবে। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অনলাইন সেবা সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, অনলাইন কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং মাল্টিমিডিয়া ক্লাস রুম, ইনোভেশন ও আউটসোর্সিং সংক্রান্ত সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দার আলী, পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার আল ফয়সাল, সহকারী তথ্য অফিসার মো. জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। জেলার সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন উপজেলার ইউএনও এবং কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসময় উপস্থিত ছিলেন।আরএস

Advertisement