এডিলেড ওভালে রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাবে আশা করছেন সাবেক ক্রিকেটার মহিন্দার অমরনাথ। যদিও ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে পাকিস্তানের সার্বিক রেকর্ড ভাল। তথাপি বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে অদ্যাবধি কোন ম্যাচে হারাতে পারেনি পাকিস্তান। সর্বশেষ চার বছর আগে মোহালিতে সেমিফাইনালে স্বাগতিক ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান।শুক্রবার এক অনুষ্ঠানে ভারতের সাবেক ক্রিকেটার অমরনাথ বলেন, দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। উভয় দলেই ব্যক্তিগতভাবে অনেক ভাল খেলোয়াড় রয়েছে। তবে আমি রেকর্ডের পক্ষেই কথা বলব। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারত সব সময় ভাল করে আসছে এবং জয়ী হয়েছে। তবে এবার যদি ভারত জয়ী হয় তবে সেটা হবে তাদের ব্যাটিংয়ের কারণে, বোলিংয়ের জন্য নয়।এদিকে মজার বিষয় হচ্ছে ২০১২ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ায় এবারই বিশ্বকাপে ভারত প্রথমবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছে ব্যাটিং জিনিয়াস শচিন টেন্ডুলকারকে ছাড়া। ২০১৫ বিশ্বকাপে আইসিসি’র শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করা টেন্ডুলকার ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১১ সব আসরেই ভারতের হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন।১৯৮৩ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া অমরনাথ আরো বলেন, টেন্ডুলকার একজন গ্রেট খেলোয়াড় ছিলেন কিন্তু সব খেলোয়াড়কেই অবসর নিতে হয় এবং এমন মেধাবী খেলোয়াড়ের বিকল্প আপনি কোথাও পাবেন না। কেবলমাত্র তিনিই নন, এমনকি রাহুল দ্রাড়ি, বিরেন্দার শেবাগ, ভিভিএস লক্ষন, যুবরাজ সিংয়ের মত খেলোয়াড়ের বিকল্পনা পাওয়া সম্ভব নয়।পক্ষান্তরে পাকিস্তান সিনিয়র ব্যাটসম্যান ইউনিস খান বিশ্বকাপে এবার নতুন ইতিহাস রচনার ব্যপারে আশাবাদী। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হওয়া ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস পরিবর্তনের আশা প্রকাশ করেছেন তিনি।বিশ্বকাপ আসরে এ পর্যন্ত ১৫ বার ভারতের মুখোমুখি হয়েও জয়ের স্বাদ স্পর্শ করতে পারেনি পাকিস্তান।ইউনিস অবশ্য কেবলমাত্র ভারতের বিপক্ষে জয় নয়, বিশ্বকাপ জিতেই নিজের ক্যারিয়ার সমৃদ্ধ করতে চান।ভারত-পকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটের ভিন্ন মাত্রা। তবে সেটা মাঠের পারফরমেন্স দিয়ে প্রমাণ করাটাই শ্রেয় মনে করছেন ইউনিস। শারিরীক ভাষা ব্যবহারের বিপক্ষে তিনি।ইউনিস বলেন, ভারতের বোলিং কিছুটা দুর্বল হলেও তাদের রয়েছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ। রোহিত শর্ম, বিরাট কোহলি যে কোন সময় ম্যাচের মোর ঘুরিয়ে দিতে সক্ষম। তাই তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।আরএস
Advertisement