খেলাধুলা

এই প্রথম মনের মত টেস্ট উইকেট পেলাম : মুশফিক

এর আগে একাধিকবারই চরম অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের যে উইকেটে খেলা হয়েছে তাতে দারুণ সন্তুষ্ট বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম। তার ধারণা বাংলাদেশ দলের শক্তি সামর্থ্য অনুযায়ীই তৈরি হয়েছে এ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে জয় ধরা না দিলেও যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তার পেছনে উইকেটেরও বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন অধিনায়ক।সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবা সম্মেলনে কিউরেটর জাহিদ রেজা বাবুর উচ্ছ্বসিত প্রশংসা করে মুশফিক বলেন, ‘এখানে বাবু ভাই অসাধারণ এক উইকেট বানিয়েছেন। আমি যত টেস্ট ম্যাচ খেলেছি, আমার মনে হয় এই প্রথম কোনো কিউরেটরের কাছ থেকে এমন উইকেট পেয়েছি যেটা আমাদের জন্য সহায়ক, যা আমাদের পরিকল্পনায় ছিল।’টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকেই ফ্ল্যাট উইকেটে খেলে এসেছে বাংলাদেশ। এমন উইকেটে প্রতিপক্ষকে দু’বার অলআউট করা খুবই কঠিন। তাই নিজেদের শক্তিমত্তা অনুযায়ী উইকেট চেয়েছিলেন মুশফিক। অবশেষে চট্টগ্রামেই মিলল সেটা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও এমন উইকেট চান অধিনায়ক।‘আমাদের বোলাররা অসাধারণ বোলিং করেছে। অনেক সময় এমন উইকেটে বোলাররা ভাবে প্রত্যেক বলে উইকেটে নেওয়ার কথা, তবে এটা এতটা সহজ নয়। আমরা চেষ্টা করেছি। এমন উইকেটে যদি ঘরোয়া ক্রিকেটে আমরা কয়েকটা ম্যাচ খেলতে পারতাম তাহলে হয়তো প্রস্তুতিটা ভিন্ন হত। আমরা ২০ উইকেট নিয়েছি, এটা খুব ভালো লক্ষণ।’এর আগে এমন উইকেটে খেলেছেন কি না নিজেও জানেন না মুশফিক। তার ধারণা, এই উইকেটে কিভাবে খেলতে হয় তা দ্রুতই শিখতে পারছেন তারা। প্রথম ইনিংসে চেয়ে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করার উদাহরণ টানেন তিনি।‘এমন উইকেটে আমি খেলেছি কি না, নিজেও মনে করতে পারছি না। যদি লক্ষ্য করেন, প্রথম ইনিংসে আমরা ব্যাটসম্যানরা যেমন খেলেছি দ্বিতীয় ইনিংসে তারচেয়ে অনেক ভালো ব্যাটিং করেছি। আমরা মানিয়ে নিতে পেরেছি, এই উইকেটে কিভাবে ব্যাটিং করতে হয়। আমাকে অনেক কষ্ট করে রান করতে হয়েছে।’আরটি/আইএইচএস/পিআর

Advertisement