কর ফাঁকির অভিযোগের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। বুধাবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. রেজাউল ইসলাম বেলা সোয়া ১১টার দিকে এ মামলায় চার্জ গঠন করেন। একইসঙ্গে আগামী ২১ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।এর আগে গত ২৯ জুন এ মামলার চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, ১৯৯৯-২০০৮ সাল পর্যন্ত ২ কোটি ৬৫ লাখ টাকা কর ফাঁকির অভিযোগে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন ঢাকা মহানগর আদালতে মামলাটি দায়ের করেন।
Advertisement