ফিচার

কচ্ছপের সাইনাস

ব্রিটেনের ব্রিস্টল চিড়িয়াখানায় একটি কচ্ছপের সাইনোসাইটিস ধরা পড়েছে। সাইনাস বা ঠাণ্ডাজনিত সমস্যা ধরা পড়ার পর রীতিমত অপারেশন করতে হয়েছে হেলেন নামের ৯০ কেজি ওজনের কচ্ছপটির।জানা যায়, হেলেনকে অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে দেখে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার সাইনোসাইটিস ধরার পরার পর অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাভাবিকভাবে হেলেনকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে অপারেশন করা হয়। অপারেশন করতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে। এর দেড় ঘণ্টা পর জ্ঞান ফিরে হেলেনের।৩২ বছর বয়সী হেলেনকে এখন নিয়ম করে ওষুধ খাওয়ানো হচ্ছে। নিয়মিত চিকিৎসায় কচ্ছপটি সেরে উঠবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

Advertisement