আন্তর্জাতিক

তুরস্কে পোশাক বানাচ্ছে শরণার্থী শিশুরা

সিরীয় শরণার্থী শিশুদের তুরস্কে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করানো হচ্ছে। বিবিসির এক অনুসন্ধানে দেখা গেছে, শরনার্থী শিশুরা বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছে। বিবিসির প্যানোরামার একটি দল শিশুদের বিভিন্ন পোশাক কারখানায় কাজ করতে দেখেছে। এসব প্রতিষ্ঠানে শিশুরা কোন প্রকার কাজের অনুমোদন ছাড়া নির্দিষ্ট সময় থেকে বেশি সময় ধরে কাজ করছে। ব্রিটিশ কোম্পানি মার্কস অ্যান্ড স্পেন্সার এবং অনলাইন রিটেইলার এএসওস এর জন্য এসব পোশাক তৈরি করছে শরণার্থী শিশুরা।এদিকে, এই দুটি ব্র্যান্ড বলছে, তারা কোনও ধরণের শিশু শ্রম ও শোষন সহ্য করবে না। স্বনামধন্য জারা এবং ম্যাংগো জিন্সের কারখানাতেও শরণার্থী শিশুদের কাজ করতে দেখা গেছে। টিটিএন/এমএস

Advertisement