আন্তর্জাতিক

বিরতিহীন দীর্ঘতম ফ্লাইটের রেকর্ড এখন ভারতের দখলে

দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো পর্যন্ত বিরতিহীন ফ্লাইট পরিচালনা করে বিশ্বের বিরতিহীন দীর্ঘতম ফ্লাইটের রেকর্ড এখন ভারতের দখলে। এরআগে দীর্ঘতম ফ্লাইটটের রুটটি ছিল দুবাই-অবল্যান্ড রুটে। ভারত পরীক্ষামূলকভাবে দিল্লি-সানফ্রান্সিসকো রুটে যে বিমানটি পরিচালনা করেছে সেটি আটলান্টিক মহাসাগরের বদলে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে গেছে। আর এতেই এটি দীর্ঘতম বিরতিহীন ফ্লাইটের খেতাব পেয়েছে। এতে বিমানটির ঘণ্টায় মোট ৯ হাজার ৬০০ লিটার জ্বালানি প্রয়োজন হয়েছে। এ পথের মোট দূরত্ব ১৫ হাজার ৩শ কিলোমিটার। শিগগিরই এ পথে যাত্রী পরিবহন শুরু করবে ভারত। এনএফ/এমএস

Advertisement