জাতীয়

শাহজালালে রুপিসহ পাকিস্তানি নাগরিক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ ভারতীয় রুপিসহ আইয়ুব আলী (৪২) নামে পাকিস্তানি এক নাগরিক আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার সকালে তাকে আটক করা হয়। কাস্টমসের সহকারি কমিশনার রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।রিয়াজুল ইসলাম জানান,  তুরস্ক থেকে আসা ফ্লাইট টিকে-৭১২ সকাল ৬টায় শাহজালালে অবতরণ করে। আইয়ুব আলী তার লাগেজ নিয়ে গ্রিন চ্যানেলে এলে লাগেজ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ৬০ লাখ ১ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়।জব্দকৃত রুপির অধিকাংশই জাল বলে মনে হচ্ছে। সেগুলো পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় আইয়ুব আলীর বিরুদ্ধে  বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। জেইউ/এএইচ/পিআর

Advertisement