হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ ভারতীয় রুপিসহ আইয়ুব আলী (৪২) নামে পাকিস্তানি এক নাগরিক আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার সকালে তাকে আটক করা হয়। কাস্টমসের সহকারি কমিশনার রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।রিয়াজুল ইসলাম জানান, তুরস্ক থেকে আসা ফ্লাইট টিকে-৭১২ সকাল ৬টায় শাহজালালে অবতরণ করে। আইয়ুব আলী তার লাগেজ নিয়ে গ্রিন চ্যানেলে এলে লাগেজ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ৬০ লাখ ১ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়।জব্দকৃত রুপির অধিকাংশই জাল বলে মনে হচ্ছে। সেগুলো পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় আইয়ুব আলীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। জেইউ/এএইচ/পিআর
Advertisement