বিনোদন

ইউটিউবে মিমের চ্যানেল

নাটকের পাশাপাশি চলচ্চিত্র জগতেও বেশ সাফল্য পেয়েছেন বিদ্যা সিনহা মিম। বিজ্ঞাপনচিত্রের মডেলিং এবং বিভিন্ন অনুষ্ঠানে তাঁর মঞ্চ পরিবেশনা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। সম্প্রতি নিজের কাজগুলো ভক্ত ও দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউটিউবে নিজের নামে চ্যানেল খুলেছেন তিনি। চ্যানেলটিতে মিম অভিনীত ছবি, ছবির ট্রেইলার, বিজ্ঞাপনচিত্র, মঞ্চ পরিবেশনাসহ আরও নানা কাজের ভিডিও দেখা যাবে।মিম বলেন, দীর্ঘদিন থেকে ইউটিউবে নিজের নামে একটি চ্যানেল খোলার পরিকল্পনা করছিলাম। অবশেষে দীর্ঘদিনের সেই স্বপ্ন আলোর মুখ দেখেছে। এখন থেকে আমার নতুন ও পুরোনো নানা কাজ এই চ্যানেলটিতে দেখতে পারবেন আমার ভক্ত ও দর্শকেরা। আমার কাজের আর্কাইভ বলা যায় এই চ্যানেলটিকে। সব মিলিয়ে খুব ভালো লাগছে।বর্তমানে তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। আগামী ১০ দিনের মধ্যেই ছবিটির শুটিং শেষ হবে বলে জানিয়েছেন তিনি। সামনে তাঁর অভিনীত ‘সুইটহার্ট’ ছবিটি মুক্তির অপেক্ষা রয়েছে। এরই মধ্যে ছবিটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। সেটি প্রশংসিতও হয়েছে মিমের ভক্ত ও দর্শকদের কাছে।চ্যানেলটির লিংক-https://www.youtube.com/user/BidyaSinhaSahaMimএএইচ/পিআর

Advertisement