বিনোদন

দূরত্ব বজায় রেখে চলছেন রণবীর-দীপিকা

`রামলীলা`খ্যাত তারকা দীপিকা পাডুকোনকে এড়িয়ে চলছেন তার প্রেমিক ও বলিউড অভিনেতা রণবীর সিং। তারা একসঙ্গে `বাজিরাও মাস্তানি` ছবির শুটিং করছেন। কিন্তু একই ছবিতে কাজ করেও দুজনে দূরত্ব বজায় রেখে চলছেন। মিডডের খবরে জানা গেছে, রণবীর কাজের ফাঁকে দীপিকাকে নিয়ে ব্যস্ত থাকতেই সাধারণত অভ্যাস্ত। কিন্তু সঞ্জয়লীলা বানসালির `বাজিরাও মাস্তানি`র দৃশ্যধারণ চলাকালে গম্ভীর মুখ করে ঘুরছেন তিনি। নিজের দৃশ্যের কাজ শেষ করেই মেকআপ ভ্যানে ঢুকে পড়ছেন ২৯ বছর বয়সী এই অভিনেতা। তার এমন ব্যবহারে শুটিং স্পটের অনেকেই অবাক হয়েছেন। তবে এর মূল রহস্য অনুসন্ধান করতে গিয়ে মজার এক তথ্য জানা গেছে। সঞ্জয়লীলা বানসালির কঠোর নির্দেশের কারণেই নাকি দীপিকা পাডুকোনকে এড়িয়ে চলছেন রণবীর। অন্যদিকে দীপিকাও রণবীরের ধারে-কাছে আসছেন না। এ প্রসঙ্গে রণবীর সিংয়ের মুখপাত্র বলেন, ছবির শুটিংয়ের ক্ষেত্রে মনোসংযোগে যেন ব্যাঘাত না ঘটে সে জন্যই তারা পরস্পরকে এড়িয়ে চলছেন। রণবীরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি `কিল দিল` বক্সঅফিসে সুবিধা করতে পারেনি। `বাজিরাও মাস্তানি`র বেলায় যেন তেমনটা না ঘটে, সে জন্যই নিজের চালচলনে সংযমি হয়েছেন তিনি।এমএস/এআরএস

Advertisement