আন্তর্জাতিক

জাপানে কয়েক দফা বিস্ফোরণ

জাপানে কয়েক দফা বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত এবং আরো দু’জন আহত হয়েছে। জরুরি সেবা দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় টোকিও থেকে উত্তরের টোছিগিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় পার্কিং করা দু’টি গাড়িতে আগুন ধরে যায়। তবে ওই বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়নি। স্থানীয় কিয়োদো নিউজ এজেন্সি জানিয়েছে, কাছাকাছি একটি পার্কে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে একটি বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় বিকট আওয়াজ শুনতে পেয়েছেন তারা। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, উটসুনোমিয়া স্টেশনে থাকা ক্যামেরার ভিডিওতে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ ধারণ করা হয়েছে। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৩১, ১১টা ৩২ এবং এর মাত্র ১৫ সেকেন্ড পর তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।টিটিএন/এমএস

Advertisement