২০১৫ সালে সিরিয়ার কিউমেনাস গ্রামে হামলায় সিরীয়বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘ। সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠার পর জড়িতদের বিরুদ্ধে অবরোধ আরোপের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে এর বিরোধিতা করে আসছে রাশিয়া। রাশিয়া বলছে, অবরোধ আরোপের জন্য যেমন তদন্ত প্রতিবেদন প্রয়োজন হয়, এ প্রতিবেদন তেমন নয়। কিউমেনাস ছাড়াও একই বছরের মার্চে এবং ২০১৪ সালের এপ্রিলে বিনিশ ও হামা প্রদেশে দুটি রাসায়নিক হামলা চালানো হয়েছিল। তবে ওই দুই হামলার পেছনে কারা ছিল সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি জাতিসংঘ। এনএফ/এমএস
Advertisement