রাজনীতি

সম্মেলনের দ্বিতীয় দিনে যা থাকছে

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশন আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয়েছে। আজ  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুধু কাউন্সিলরদের উপস্থিতিতে চলমান কমিটি বিলুপ্ত করা হবে। এরপর কাউন্সিলরের ভোটে দলের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।আজ অধিবেশনের শুরুতেই আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলার নেতারা তাদের সাংগঠনিক প্রতিবেদন উত্থাপন করবেন। এজন্য একজন নেতা তিন মিনিট করে সময় পাবেন। এরপর কাউন্সিলরদের ভোটে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র অনুমোদন করা হবে।উল্লেখ্য, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন শনিবার (২২ অক্টোবর) সকালে  উদ্বোধন করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে কাউন্সিলর ছাড়াও ডেলিগেট এবং দেশি-বিদেশি অতিথিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।এএস/এইউএ/এএসএস/এমএম/এআরএস/এমএস

Advertisement