জাতীয়

এসএসসির তৃতীয় পরীক্ষা শুরু

হরতাল আর অবরোধের কারণে আজ সরকারি ছুটির দিনে আবারো এসএসসি পরীক্ষা দিতে হচ্ছে লাখ লাখ পরীক্ষার্থীকে। শুক্রবার সকাল নয়টা থেকে একযোগে সারাদেশের ৩ হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। এছাড়া বিদেশের ৮টি কেন্দ্রেও শুরু পরীক্ষা হয়েছে।২ ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে ২০১৫ সালের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এদিন ২০ দলীয় জোট হরতাল ডাকায় পরীক্ষার দিন পিছিয়ে ৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। পরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা ৪ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফা হরতাল ডাকায় ওই পরীক্ষাটিও পিছিয়ে যায়।এবার ৮টি বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ১০ হাজার ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এদের মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন ছাত্রী।এআরএস/এমএস

Advertisement