রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৭টি পেট্রলবোমা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে খিলগাঁও রেললাইন সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই ৭ পেট্রলবোমা উদ্ধার করে র্যাব-৩ সদস্যরা।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সহকারি পরিচালক মাকসুদুল আলম।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর মেজর কামরান কবিরের নের্তৃত্বে একটি দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পেট্রলবোমাগুলো উদ্ধার করে।তবে এঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নাশকতার উদ্দেশ্যে কে বা কারা পেট্রলবোমাগুলো ওই স্থানে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।জেইউ/এআরএস/এমএস
Advertisement