বিনোদন

টিভি পর্দায় বসন্তের যত আয়োজন

আজ পয়লা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। ঋতুরাজ বসন্তের প্রথম দিনকে বরণ করে নিতে টিভি চ্যানেলগুলোতে থাকছে নানা আয়োজন। বিটিভিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে নানা আয়োজন। এটিএন বাংলায় রাত ৮টায় প্রচার হবে টেলিছবি `অন্ধকারে জোনাকীর আলো`। অভিনয়ে ঈশানা ও নিলয়। স্বাধীন শাহের রচনায় এটি পরিচালনা করেছেন দেবাশীষ বড়ূয়া দীপ। রাত ১০টা ৫৮ মিনিটে থাকছে `ভালোবাসায় অন্ধ`। জাকারিয়া সৌখিনের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন মম ও মিলন। চ্যানেল আইতে সকাল সাড়ে ১০টায় টেলিছবি `প্রজাপতির সুখ দুঃখ`। দুপুর ২টা ৪০ মিনিটে টেলিছবি `এলবিডব্লিউ`। রচনা তির্থক আহসান রুবেল, পরিচালনায় আশিক ইব্রাহীম। অভিনয়ে মোশাররফ করিম, শখ, কচি খন্দকার, তমাল সোহেল খান প্রমুখ। এনটিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিছবি `অপেক্ষার ফটোগ্রাফি`। শিখর শাহনিয়াতের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মেহজাবীন ও আফরান নিশো। আরটিভিতে রাত ৮টায় থাকছে `বসন্ত উৎসব`। এতে সরাসরি গান পরিবেশন করবেন ফাতেমা-তুজ-জোহরা, চন্দনা মজুমদার, অনুপমা মুক্তি ও অনিমা রায়। দেশ টিভিতে সকাল ৮টায় থাকছে `বসন্ত উৎসব`। সামিনা চৌধুরী ও সন্দীপনসহ চট্টগ্রামের ৫টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা দলীয় সঙ্গীত পরিবেশন করবেন। এ ছাড়া রাঙামাটির চাকমা শিল্পীদের আদিবাসী নৃত্য পরিবেশিত হবে।চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট থেকে দেশ টিভি সরাসরি সম্প্রচার করবে অনুষ্ঠানটি। বৈশাখী টিভিতে রাত ৮টায় প্রচার হবে পলাশ মাহবুবের রচনা ও পরিচালনায় `লিকুইড লাভ`। অভিনয়ে হাসিন ও নিলয়। মাছরাঙা টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে `ইচ্ছে গানের দুপুর`। দিঠি আনোয়ারের উপস্থাপনায় এতে গান পরিবেশন করবেন কণা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক `নিঃশব্দ`। রুম্মান রশিদ খানের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব ও তমালিকা কর্মকার। রাত ৯টায় প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান `ছুঁয়ে যাক বসন্ত`। এতে গান পরিবেশন করবেন ড. অনুপম কুমার পাল, অনিরুদ্ধ সেনগুপ্ত, আফসানা রুনা ও পান্না দত্ত। চ্যানেল নাইনে থাকছে ৮টায় সঙ্গীতানুষ্ঠান `মনে লেগেছে রঙ`। রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করবেন সাদি মহম্মদ। এছাড়া গাইবেন ইয়াসমীন মুস্তারী, সেলিম চৌধুরী ও মৌটুসী।এআরএস/এমএস

Advertisement