নরসিংদীতে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের পিছনের একটি বগি লাইনচু্যত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার টান ঘোড়াশাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকার সঙ্গে সিলেট, চট্টগ্রাম ও কিশোরগঞ্জের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭ টায় নরসিংদীর টান ঘোড়াশাল রেলস্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে পিছনের বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি বলে জানা যায়।ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে কালনী এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-সিলেট, ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-কিশোরগঞ্জ রেলপথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা দিয়েছে বলে জানা যায়।এমএএস/আরআই
Advertisement