জাতীয়

ধানমন্ডিতে হাত বোমায় আহত ৩

রাজধানীর ধানমন্ডিতে কেনাকাটা করে ফেরার পথে ককটেল বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ধানমন্ডির ১৯ নম্বর রোডের স্টার কাবাবের সামনে এ ঘটনা ঘটে।আহতেরা হলেন- মোশারফ হোসেন মোহন (২৮), তার বোন ফরিদা আক্তার পপি (২২) ও তাদের খালা শাহিনা আক্তার (৪২)।এরমধ্যে মোশারফ বিবাহের কেনাকাটা করতে গিয়েছিলেন ধানমন্ডিতে। ফেরার পথে হাতবোমায় আহত হন তিনি।জানা যায়, মোশারফের বিয়ের জন্য প্রয়োজনীয় পোশাক কেনাকাটা করতে তারা ধানমন্ডি মার্কেটে যায়। কেনাকাটা শেষে সিএনজি করে বাসায় ফেরার পথে স্টার কাবাবের সামনে দুর্বৃত্তরা সিএনজিতে একটি ককটেল নিক্ষেপ করলে তারা আহত হন। পরে সেখানকার লোকজনের সহায়তায় ধানমন্ডি থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠান।ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোশারফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। মোশারফ হোসেন পুরান ঢাকায় প্লাস্টিকের ব্যবসা করেন। তিনি নোয়াখালীর বাহাদুরপুর এলাকার বাসিন্দা।জেইউ/আরএস/আরআই

Advertisement