রাজধানীর নতুনবাজার, যাত্রাবাড়ী, জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথকস্থানে ককটেল বিস্ফোরণ ও হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পৃথক স্থানে দু’টি ককটেল বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সুইমিংপুল সংলগ্ন রাস্তায় একটি ককটেল বিস্ফোরণে রিকশাচালক ও আরোহী এবং শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) মোড়ে ককটেল বিস্ফোরণে রিকশাচালক মিনজু (৫০) ও তার রিকশার আরোহী নূর আমিন (৩২) আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত রিকশার আরোহী নূর আমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল থেকে মিনজু নামে রিকশাযোগে কামরাঙ্গীরচরে নিজ বাসায় ফিরছিলেন তিনি। রিকশাটি ঢাবির সুইমিংপুল সংলগ্ন রাস্তায় পৌঁছামাত্রই ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ককটেলের স্প্লিন্টারে আঘাতে তারা (চালক ও আরোহী) উভয়ই জখম হন।এদিকে পৃথক ককটেল বিস্ফোরণে ঢাবির শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) মোড়ে চা বিক্রেতা মো. সোহেল (২০) আহত হয়েছেন। সন্ধ্যা সোয়া ৭টায় ঘটা এ ককটেল বিস্ফোরণে আহত হলে তাকেও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সামনের রাস্তায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাফি আলম (২৫) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোমা আক্তার জানান, এ ব্যাপারে জানতে পেরে তারা খোঁজ খবর নিচ্ছেন।অপরদিকে রাজধানীর নতুনবাজারে রাস্তার আইল্যান্ডের উপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে হাতবোমা তিনটি উদ্ধার করা হয়।কোতোয়ালি থানার ওসি আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করা হয়।একই দিন বেলা পৌনে ১২ টার দিকে যাত্রাবাড়ী এলাকায় ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জসিম উদ্দিন (৩০) নামের এক রিকশা চালক গুরুতর আহত হয়েছেন। যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এই ঘটনা ঘটে। পরে আহত রিকশা চালককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আরো জানা গেছে, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে রিকশা চালিয়ে যাচ্ছিলেন জসিম। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ৪ ককটেল নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর আহত হন।পরে পথচারীরা তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহত জসিম উদ্দিন যাত্রাবাড়ীর খানকা মসজিদের সামনে।জেইউ/আরএস/আরআই
Advertisement