সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবশ্যই খুনের দায় নিতে হবে। চলমান নৈরাজ্যে ও সহিংসতার পেছনে পাকিস্তানি দূতাবাসের যে ইন্ধন রয়েছে তা আজ সকলের কাছে ধরা পড়েছে। এর জন্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।সৈয়দ মহসীন আলী আরো বলেন, সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে । তার আগে কোন নির্বাচন নয়। বিএনপি-জামায়াত রাজনীতির নামে নাশকতা চালিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করছে ।ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিতে পারছে না বলে উল্লেখ করে তিনি বলেন, কৃষক, শ্রমিক, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফিরোজের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মসুদ আহমদের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ বজলুল করিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউর রহমান চৌধুরী, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর দে, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আছকির খান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া আওয়ামী লীগের সভাপতি সৈয়দ কামাল উদ্দিন প্রমুখ।আরএস/আরআই
Advertisement