আর মাত্র দুইদিন পর অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি রোববার মাঠে নামছে চির প্রদিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। তবে মাঠে যতই হাড্ডাহাড্ডি মনোভাব দেখাক না কেন এই দুই দল, মাঠের বাইরে যে দু`দেশের ক্রিকেটারদের মধ্যে সৌহার্দ্যের আবহ বিরাজ করছে, তা আবারও স্পষ্ট হয়ে উঠল।ক্রিকেট ইজ এ জেন্টলম্যান্স গেম- এই প্রবাদ প্রতিষ্ঠা করলেন ভারত ও পাকিস্তানের অধিনায়ক। বৃহস্পতিবার ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনে উপস্থিত থাকতে একসঙ্গে মেলবোর্নে হাজির হলেন মহেন্দ্র সিংহ ধোনি ও মেজবাহ-উল-হক। দিলেন উপস্থিত আলোকচিত্রীদের জন্য পোজও।দু`জনকে দেখে বোঝার উপায় নেই যে আর ৭২-ঘণ্টার ব্যবধানে মাঠের মহারণে দু-দল একে অপরের মুখোমুখি হবে।উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মেলবোর্নে জমকালো আতশবাজির উৎসবের মধ্য দিয়ে বৃহস্পতিবার পর্দা উঠলো একাদশ ক্রিকেট বিশ্বকাপের। বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিন রোববার মাঠে নামছে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।আরএস
Advertisement