খেলাধুলা

ফ্লাড লাইটের আলোতে আউট মুশফিক

যদিও সাম্প্রতিক সময়ে দিবা রাত্রির টেস্ট ক্রিকেট শুরু হয়েছে, তবু এখনও টেস্ট ক্রিকেট মানেই দিনের আলোয় খেলা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টটি দিনেরই; কিন্তু শনিবার শেষ চার ওভারের খেলা হয়েছে ফ্লাড লাইটের আলোয়। আর ওই সময়ই আউট হয়েছেন দারুণ ছন্দে ব্যাটিং করতে থাকা মুশফিকুর রহীম। ফ্লাড লাইট জ্বালানোর কারণে আলোক স্বল্পতার আবেদনও করতে পারেনি টাইগাররা।দ্বিতীয় দিনে খেলা হয়েছে মোট ৮৭.৫ ওভার। ইংলিশরা ১৩.৫ বল খেলে অলআউট হবার পর বাংলাদেশ খেলেছে ৭৪ ওভার। শেষ দিকে আলো কমে যাওয়ার ফলে ফ্লাড জালিয়ে দেওয়া হয়। আর এ সুযোগের সম্পূর্ণ সুবিধা আদায় করে নেয় ইংলিশরা। স্লো উইকেটে পুরনো বলেও দুই প্রান্তেই পেস বোলার নিয়ে আসে তারা। তাতেই সফলতা তুলে নেয় সফরকারীরা। এ প্রসঙ্গে দিনের খেলা শেষে, সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল বলেন, ‘তখন আলো কম ছিল। ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়। এখানে আমাদের কিছু করার নেই। কারণ আম্পায়ার যদি মনে করেন খেলা চলবে তাহলে চলবে। আমাদের আবেদন করারও সুযোগ ছিল না।’উল্লেখ্য, এদিনের খেলা শেষ হবার ১৫ বল বাকি থাকতেই আউট হয়ে যান মুশফিক। এ সময় ৪৮ রান নিয়ে ব্যাট করছিলেন তিনিঅ। বেন স্টোকসের দারুণ একটি আউটসুইং বলে ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি।আরটি/আইএইচএস/এমএস

Advertisement