তথ্যপ্রযুক্তি

শেষ দিনে ডিজিটাল ওয়ার্ল্ডে উপচে পড়া ভিড়

`ননস্টপ বাংলাদেশ` শ্লোগান নিয়ে বুধবার (১৯ অক্টোবর) শুরু হওয়া `ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬` শেষ হচ্ছে শুক্রবার(২১ অক্টোবর)। চতুর্থবারের মতো আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ডের শেষ দিন  শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ছিলো প্রযুক্তিপ্রেমীদের উপচে পড়া ভিড়। শুক্রবারের রোদ গরমকে উপেক্ষা করে সব বয়সি প্রযুক্তিপ্রেমীরা ভিড় করেছে মেলা প্রাঙ্গণে।  ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সাধারণ মানুষ, প্রযুক্তিপ্রেমী, দর্শনার্থীদের ভিড়ে রুপ নিয়েছে এক মিলনমেলায়।সরেজমিনে দেখা যায়, দর্শনার্থীরা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। অন্যদিনে অনেকেই অংশ নিয়েছেন প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনারে। সাপ্তাহিক ছুটির দিনে দুই বন্ধুকে সঙ্গে  ডিজিটাল ওয়ার্ল্ডের এসেছেন বেসকারি চাকুরিজীবী তানিয়া আহমেদ। তিনি বলেন, তথ্য প্রযুক্তিতে  বাংলাদেশ অনেক দ্রুত এগিয়ে চলেছে। এর মধ্যে এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। তথ্য প্রযুক্তির দিকে ভালোবাসা থেকেই এখানে এসেছি প্রতিদিনই। একটা অনলাইন বিজনেস চালুর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো জানতে চেষ্টা করছি।  এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে সরকারের ৪০টি মন্ত্রণালয় ও দফতরের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে। নতুন উদ্যোগ বা স্টার্টআপের জন্য ৩৮টি স্টলও থাকছে। সব মিলিয়ে ২৬৩টি স্টল রয়েছে এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে।মন্ত্রণালয়ের স্টলগুলোয় দায়িত্বরতরা জানান, ‘৪০টি মন্ত্রণালয় ডিজিটাল বাংলাদেশ হিসেবে কী কী সেবা দিচ্ছে তা দর্শনার্থীদের মাঝে তুলে ধরা হচ্ছে। ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ প্রথম দিনেই অনেক প্রযুক্তিপ্রেমী দর্শনার্থীদের আসছেন, বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছেন। আমারও দর্শনার্থীদের সার্বিকভাবে সহযোগিতার চেষ্টা করছি।এছাড়া অন্য স্টলগুলো ঘুরে দেখা যায়, বিভিন্ন দর্শনার্থীরা স্টলগুলোতে এসে তথ্য প্রযুক্তির বিভিন্ন সেবা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। স্টলে দায়িত্বরতরা জানান, প্রযুক্তিপ্রেমীরা আসছেন এবং আমরা আমাদের প্রতিষ্ঠানের  ডিজিটাল কার্যক্রম প্রদর্শণ করছি।এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সহ–আয়োজক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস।৩ দিনব্যাপী মেলায় মাইক্রোসফট, ফেসবুক, একসেন্সার, বিশ্বব্যাংক, জেডটিই, হুয়াওয়েসহ খ্যাতিমান প্রতিষ্ঠানের ৪৩ জন বিদেশি বক্তাসহ দুই শতাধিক বক্তা ১৮টি সেশনে অংশ নিচ্ছেন।এএস/এএইচ/এমএস

Advertisement