পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালত সাবেক ক্রিকেট তারকা ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান এবং পাক আওয়ামী তেহরিক প্রধান তহিরুল কাদরিকে গ্রেফতারের আদেশ কার্যকরের নির্দেশ দিয়েছে। পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) হেড কোয়ার্টারে হামলার এক মামলার ওপর ভিত্তি করে এই নির্দেশ দিয়েছেন আদালত। ইমরান খান এবং তহিরুল কাদরিসহ ৬৮ জনকে নভেম্বরের ১৭ তারিখের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে, সরকারবিরোধী আন্দোলনে ইসলামাবাদকে অচল করে দেয়ার পরিকল্পনার অভিযোগে ২ নভেম্বরের আগে সাবেক এই ক্রিকেট তারকা গ্রেফতার হতে পারেন বলে খবরে জানানো হয়েছিল।পানামা পেপারস কেলেঙ্কারিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম প্রকাশিত হওয়ার পর থেকে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে পিটিআই। এরই অংশ হিসেবে সরকারি কার্যক্রম ঠেকাতে ইসলামাবাদকে অচল করে দেয়ার কর্মসূচি ঘোষণা করেছে পাকিস্তানের সাবেক এই ক্রিকেট অধিনায়ক ও বর্তমান রাজনীতিক।সম্প্রতি নওয়াজ শরিফ নেতৃত্বাধীন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ বলছে, কেউ-ই ইসলামাবাদ অচল করতে পারবে না এবং এ ধরনের চেষ্টা প্রতিরোধ করবে সরকার। টিটিএন/এমএস
Advertisement