মাহমুদউল্লাহর বিদায়ের পর অধিনায়ক মুশফিকুর রহীমের সঙ্গে দারুণ ব্যাটিং করছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু বুড়ো গ্যারেথ ব্যাটির বলে ধরে রাখতে পারেননি নিজের মনসংযোগ। ৩৯ বছর বয়সী এ ক্রিকেটারের বলে উইকেটরক্ষক জনি বেয়ারস্ট্রোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তামিম। ১৭৯ বলে ৭৮ রানে আউট হন এ ওপেনার।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৭ রান। মুশফিক ২৬ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন সাকিব আল হাসান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল টাইগাররা। তবে মঈন আলির করা ইনিংসের ১৪তম ওভারে দলীয় ২৯ রানে দু’টি উইকেট হারিয়ে দারুণ চাপে পরে যায় বাংলাদেশ। ইমরুল কায়েসকে হারানোর তিন বল পরেই টেস্টের সেরা ব্যাটসম্যান মুমিনুল হককেও হারায় তারা। ২১ রান করা ইমরুলকে বোল্ড করার পর একই ওভারে দুর্দান্ত এক ঘূর্ণিতে মুমিনুলকে বেন স্টোকসের তালুবন্দী করেন মঈন।এরপর মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তামিম। ৯০ রানের জুটি গড়ে দলের চাপ সামলে নেন তারা। তবে চা বিরতির আগে আদিল রশিদের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরমুখী হন রিয়াদ। আউট হবার আগে ৬৬ বলে ৩৮ রান করেন তিনি।এর আগে আজ শুক্রবার সকালে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরুতেই ইংলিশ শিবিরে আঘাত হানলেন তাইজুল ইসলাম। প্রথম বলেই ক্রিস ওকসকে আউট করেন তিনি। ৭৮ বলে পাঁচটি চারে ৩৬ রান করেছেন ইংলিশ এই ক্রিকেটার।এরপর তাইজুলের শিকার হন আদিল রশিদ। ১০১তম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে রশিদকে সাব্বির রহমানের তালুবন্দী করান তাইজুল। ইংলিশ শিবিরে শেষ আঘাত দেন মিরাজ। দুর্দান্ত এক ডেলিভারিতে স্টুয়ার্ট ব্রডকে মুশফিকুর রহিমের স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি।আরটি/এমআর/এমএস
Advertisement