সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। বেড়েছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মুল্যসূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪১ পয়েন্টে অবস্থান করছে। এ সময় লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২১৯টির দাম বেড়েছে, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের।ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৩২৫ কোটি টাকা যা আগের দিনের চেয়ে ২১ কোটি টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ৩৪৬ কোটি টাকা।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৯৮৩ পয়েন্টে। সিএসইতে মোট ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮ কোটি টাকা। যা গত দিনের চেয়ে ১৩ কোটি টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ৪১ কোটি টাকা।এসআই/বিএ/আরআইপি
Advertisement