খেলাধুলা

নিজেদের মাঠে ইউনাইটেডের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বার্নলিকে ৩-১ গোলে হারায় রেড ডেভিলসরা। ক্রিস স্মলিং এর জোড়া গোলে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বার্নলিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।নিজেদের মাঠে খেলার শুরুতেই এগিয়ে যায় ম্যানইউ। ম্যাচের ৬ মিনিটের সময় স্ট্রাইকার রাদামেল ফালকাওয়ের হেডে বল পেয়ে ফিরতি হেড করে লক্ষ্যভেদ করেন ইংলিশ ডিফেন্ডার স্মলিং। এর ৬ মিনিট পরেই ড্যানি ইঙ্গস গোল করে অতিথিদের সমতায় ফেরায়। খেলার ৪৫ মিনিটের ডি মারিয়ার ক্রস নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন স্মলিং। বিরতির পর খেলার ৮২ মিনিটে গোল করে দলকে ৩-১ এগিয়ে নেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার রবিন ফন পের্সি। বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।এই জয়ে ২৫ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল ইউনাইটেড।এমআর/আরআইপি

Advertisement