বিনোদন

ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পরীমনি

আর একটু হলেই ঘটে যেত বড় ধরনের বিপত্তি। হতে পারতো প্রাণনাশ! কিন্তু ভাগ্য সহায় ছিলো বলেই এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেন চিত্রনায়িকা পরীমনি। ঘটনার সূত্রপাত, শামিমুল ইসলাম শামিম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির শুটিংয়ে। দৃশ্যের প্রয়োজনে পরীমনি ও ছবির নায়ক কায়েস আরজু ট্রেন লাইনে আসেন। স্থান গাজীপুরের হোতাপাড়া। ঘটনার বর্ণনা দিতে গিয়ে নির্মাতা শামিম কিছুটা ভড়কে যান। তারপর বলেন, ‘সিক্যুয়েন্সটা এমন ছিল যে আরজু নিজের হাত রেললাইনের সাথে তালা মেরে চাবিটা নদীতে ফেলে দেয়। পরী সেই চাবি নদী থেকে তুলে রেললাইন থেকে আরজুর হাত ছুটাতে চায়। পেছনে ট্রেন আসছে। আমরা শট নিয়ে ব্যস্ত। পরী তালা খুলছে, এর মধ্যে কয়েক সেকেন্ডের ব্যবধানে ট্রেনটি চলে গেল। অল্পের জন্য ট্রেনে কাটা পড়া থেকে রক্ষা পেয়েছে সে।’বিষয়টি জানার জন্য পরীমনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি শট দিচ্ছিলাম। পেছনে টের পাচ্ছি ট্রেন খুব কাছে চলে এসেছে। আমি ডিরেক্টরের ‘কাট’ শোনার অপেক্ষায় আছি। শট শেষ করতেই একটা বাতাস আমাকে পাশের ক্ষেতে ছুড়ে ফেলে দেয়। তারপর শুধু হাঁ করে তাকিয়ে দেখছিলাম। আমার দুই হাত সামনে দিয়ে ট্রেনটি চলে গেল। আমি বেঁচে আছি, এখনো কিছু মাথায় ঢুকছে না।”‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরীমনি-আরজু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, রেবেকা প্রমুখ। ছবিটি প্রযোজনা করছেন মোজাম্মেল হক খান। এনই/এলএ/এবিএস

Advertisement